১) শুধুমাত্র আপনি আপনার ফেইসবুকের অ্যাকাউন্ট ব্যবহার করে আমাদের কোনো কোর্সে ইনরোল করতে পারবেন বা ভর্তি হতে পারবেন। ফেইসবুকের যে অ্যাকাউন্ট ব্যবহার করে কোর্স কিনেছেন বা কোর্সে ভর্তি হয়েছেন শুধুমাত্র সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই কোর্সগুলোতে অ্যাকসেস পাবেন।
২) কোর্সগুলো সিংগেল ইউজারদের জন্য, একাধিক ইউজার গ্রহনযোগ্য নয়।
৩) “আমি আমার অ্যাকাউন্ট অন্য কারো কাছে বিক্রি করবো” এই ধরণের রিকোয়েস্ট একেবারেই গ্রহণযোগ্য নয়। সুতরাং, এই ধরণের রিকোয়েস্ট করা থেকে বিরত থাকুন।
৪) এই সাইটের কন্টেন্টগুলো প্রটেক্টেড। সুতরাং, কোনো ধরণের কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন।
৫) প্রিমিয়াম কোর্সের সকল ভিডিওগুলো কেনার পরে আপনাকে সাইটে লগিন করে দেখতে হবে। লগিন করার পরে আপনি কি করছেন তা পর্যবেক্ষন করা হচ্ছে। সন্দেহ জনক কোনোকিছু পেলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে বা স্থায়িভাবে সাসপেন্ড করা হতে পারে।
৬) প্রিমিয়াম কোর্সের ভিডিওগুলো দেখতে হলে ভাল স্পিডের ইন্টেরনেট কানেকশন থাকতে হবে। ভিডিও আটকিয়ে যাওয়া বা বাফারিং হলে তারজন্য আমরা দায়ি না।
৭) কোড শিখনের সকল কোর্সের ভিডিও, কোড ফাইল এবং অন্যান্য যত ম্যাটেরিয়াল আছে অন্য কারো কাছে বিক্রি বা বন্টন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আপনার বিরুদ্ধে এরকম তথ্যের প্রমাণ পেলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি সাসপেন্ড করে দেয়া হবে।
৮) কোর্স কেনার পূর্বে বা কোনো কোর্সে ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই কোর্স সম্পর্কে ভালকরে জেনে নেবেন। না বুঝলে আমাদের জিজ্ঞেস করবেন। তারপরে আপনি কোর্সটা কিনবেন। কারণ কোনো কোর্স কেনার পরে কোনো প্রকার রিফান্ট রিকোয়েস্ট গ্রহনযোগ্য না।