Course Content
2. HTML Template to Theme Conversion
0/42
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টঃ একদম জিরো থেকে অনেক অ্যাডভান্স লেভেলে শিখুন
WordPress যেহেতু একটা PHP Based CMS। ওয়ার্ডপ্রেসের যত থিম-প্লাগিন আছে সবই PHP দিয়ে তৈরী, তাই থিম-প্লাগিন তৈরী করা থেকে শুরু করে অন্যদের করা থিম-প্লাগিনের কোড কাস্টোমাইজ করতে গেলে আপনাকে PHP সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাই Start Learning বাটনে ক্লিক করেন, ক্লিক করলে আপনি আমাদের PHP Basic কোর্সে চলে যাবেন, সেখান থেকে PHP Basic-র  যত টপিক আছে সবগুলো একটা একটা করে আগে শেষ করেন নাহলে কিছুই বুঝবেন না। তারপর আবার এখানে ফিরে আসবেন। আপনি আপনার ড্যাশবোর্ড থেকে এই কোর্সের Start Learning বা Continue Learning বাটনে ক্লিক করে এখানে আবার ফিরে আসতে পারবেন। ফিরে এসে 2. HTML Template to Theme Conversion থেকে আবার শুরু করবেন।
0% Complete