About Course
এটা একটা প্রিমিয়াম কোর্স, মানে কোর্সের সকল ভিডিও রেকর্ড করা আছে, কোর্সটি কিনলে আপনি Lifetime Access পাবেন। তারপর ভিডিওগুলো একটার পর একটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এই কোর্সের গ্রুপে আপনাকে Add করে দেয়া হবে, কোনোরকম সমস্যা হলে বা না বুঝলে গ্রুপে পোস্ট করে সাথে সাথে জানাবেন। মনে রাখবেন কোর্সের আউটলাইনের বাইরে কোনো পোস্ট গ্রহনযোগ্য না।
এটা এমন একটি কোর্স যা পৃথিবীর আর কোথাও এত কম টাকায় এই লেভেলের কোর্স এখন পর্যন্ত আসেনি। কোর্সটি করে আপনি বিগিনার থেকে অ্যাডভান্সড লেভেলের Theme Development শিখতে পারবেন এবং যেকোনো ধরণের WordPress Site Design, Develop এবং Customize করে আয় করতে পারবেন। এমনকি একটা আইটি ফার্মে আপনি ভাল বেতনের চাকরিও করতে পারবেন। ৪০% ছাড়ে বর্তমানে কোর্সটি পাচ্ছেন মাত্র ১৫০০ টাকায়। মনে রাখবেন, এই কোর্সে টপিক অনেক বাড়বে, দামও বাড়বে। এখন কিনলে আপনাকে আর বাড়তি ১ টাকাও দেয়া লাগবে না।
কোর্সে এখন যা যা আছেঃ
- Website Design (HTML, CSS, JavaScript, jQuery)
- PHP Basic for WordPress Development
- WordPress Theme Development – HTML থেকে একটা Custom Theme তৈরী করা।
- Premium Theme তৈরী করা।
- Theme Options – Customizer API নিয়ে কাজ করা।
- Customizer প্যানেলে Copyright Text, Color Picker, Layout Control, Show/Hide Post Elements যেমনঃ Title, Image, Meta, Content এবং এগুলোকে আবার Re-order করা।
- Domain কেনা, Hosting কেনা, একটা ওয়ার্ডপ্রেস সাইটকে Local Server থেকে Online সার্ভারে Migrate করা।
আরও আসছেঃ
- বিভিন্ন থিম যেমন: Astra, OceanWP, Kadence, Neve, GeneratePress এবং বিভিন্ন প্রিমিয়াম থিমকে Customize করা।
- Customizer প্যানেলে Custom Color Picker, Typography ইত্যাদি Add করা।
- WooCommerce প্লাগিন ইউজ করে একটা কমপ্লিট E-commerce সাইট ডিজাইন এবং ডেভেলপ করা।
- যে থিম আমরা তৈরী করেছি এটা বিভিন্ন Page Builder-এর সাথে Compatible কিনা চেক করা।
- WordPress Theme Requirements সব ঠিক আছে কিনা চেক করা।
- WordPress.org-এ থিমটা রিলিজ করা।
- বিভিন্ন Third Party লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা।
- Website Security নিয়ে কাজ করা।
- Website Speed Optimization নিয়ে কাজ করা।
- আরও অনেক Advanced Topic অ্যাড করা হবে।
- আমার মূল উদ্দেশ্য, থিম রিলেটেড যত বিষয় আছে সবকিছু এই কোর্সে রাখা যেন কোনো একটা বিষয় আপনাকে অন্য কোথাও খুজে বেড়াতে না হয়।
যেভাবে কোর্সটি কিনবেনঃ
- প্রথমে Go to Checkout বাটনে ক্লিক করুন।
- Login করা না থাকলে একটা Pop-up Box Open হবে, Continue with Facebook বাটনে ক্লিক করে আপনার Facebook অ্যাকাউন্টের মাধ্যমে Login করুন। Facebook-এ লগিন না থাকলে অবশ্যই Login করে নেবেন। ভয় নেই, শুধুমাত্র আপনার Facebook Profile Name, Photo এবং Email (যদি Add থাকে) এখানে Add হবে এবং আপনার সকল তথ্য সেইফ থাকবে।
- Login সাকসেস হলে আবার Go to Checkout বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর Checkout পেইজ আসবে।
- Checkout পেইজে সকল তথ্য ঠিক আছে কিনা এবং কোনো Field খালি থাকলে সেগুলোও fill-up করুন।
- bKash, Rocket অথবা Nagad যেকোনো একটা সিলেক্ট করুন। নিয়মাবলি ভালকরে পড়ে Payment কমপ্লিট করুন।
- কোর্সটি কেনার আগে অবশ্যই আমাদের Refund/Return Policy ভালকরে পড়ে নেবেন। তারপর I have read and agree… এই লেখার বামে চেকবক্সে টিক দিয়ে Place order বাটনে ক্লিক করুন।
- সাধারনত কোর্সটি কেনার ১০ মিনিটের মধ্যে আমরা Approve করে দিই। তবে কারণবসত সর্বোচ্চ ৭ ঘন্টা সময় লাগতে পারে। সমস্যা হলে অবশ্যই মেসেজ করে জানাবেন।