About Course

এটাকে শুধুমাত্র একটা কোর্স বললে ভুল হবে। বলতে পারেন এই কোর্সটিই হবে আপনার পুরো ওয়ার্ডপ্রেস ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ গাইডলাইন। কারণ, ওয়ার্ডপ্রেসের যাবতীয় সবকিছুই এই কোর্সে থাকবে। শুরু করবেন একদম জিরো থেকে মানে আপনি কিছুই জানেন না, তারপর এভাবে চলতেই থাকবে। শিখতে শিখতে একটা পর্যায়ে এসে আর্নিং শুরু করবেন। যেসব প্রজেক্টগুলো করবেন দেখবেন সেগুলোর গাইডলাইনও আপনি এই কোর্স থেকেই পেয়ে যাচ্ছেন। চেষ্টা করবো ওয়ার্ডপ্রেসের সকল বিষয়ই এই কোর্সে রাখতে। কোর্সটিতে ইনরোল করলে নতুন নতুন বিষয়ের উপর প্রায়ই ভিডিও পাবেন এবং সেগুলো শিখলে আপনার কাজের দক্ষতা উন্নত থেকে আরো উন্নততর হবে এবং সেইহারে আয়ও বাড়তে থাকবে।

এই কোর্সে জয়েন হলে আপনি শিখতে পারবেনঃ

  • Website Design:
    HTML, CSS, JavaScript এবং jQuery।
  • PHP Basic:
    WordPress Theme এবং Plugin তৈরী করতে গেলে যেসব PHP Code জানা লাগে সেগুলো সব শিখতে পারবেন।
  • Theme Development:
    নিজের হাতে একটা WordPress Custom Theme তৈরী করা শিখতে পারবেন।
  • Page Builders:
    Elementor (Free + Pro) + Addons, Divi, Beaver Builder, WPBakery & more…।
  • The 4 Complete Website Projects:
    ─ একটা Personal / Portfolio সাইট।
    ─ একটা কমপ্লিট E-commerce ওয়েবসাইট।
    ─ হুবহু প্রথম☼আলোর মত একটা Newspaper সাইট।
    ─ LMS (Learning Management System) ওয়েবসাইট।
  • Frameworks:
    ACF Free + Pro, Pods, CMB2, Redux, Carbon Fields, CodeStar, Kirki
  • Theme Customization:
    Astra, OceanWP, Kadence, GeneratePress, Avada, The7, Flatsome, Betheme, Newspaper, WoodMart, Porto, Enfold & More…
  • Plugin Customization:
    Contact Form 7, WPForms, Ninja Forms, Everest Forms, Yoast SEO, All in One SEO, iThemes Security, Jetpack, Wordfence, LiteSpeed Cache, WP Super Cache, SiteGround Optimizer, Smush, WP Fastest Cache, W3 Total Cache, WP-Optimize, Really Simple SSL, WP Mail SMTP, MC4WP, Popup Builder, Paid Membership Pro, Loco Translate, File Manager & More…
  • Freelancing:
    Fiverr, Upwork, Freelancer, PeoplePerHour -এ কীভাবে একাউন্ট খুলবেন এবং কীভাবে সহজে মার্কেটপ্লেস থেকে কাজ নিয়ে কাজ করবেন তার সিক্রেট ওয়ে।
  • Client Projects:
    ক্লায়েন্টের যত প্রোজেক্ট করেছি, করছি এবং করবো সবগুলো একটা একটা করে দেখাবো।
  • Advanced Tips & Tricks:
    বিভিন্ন বিষয়ে Tips & Tricks দেয়া হবে।

কোর্স কন্টেন্ট/কারিকুলাম দেখতে ক্লিক করুন

যেভাবে কোর্সটি কিনবেনঃ

  • প্রথমে Go to Checkout বাটনে ক্লিক করুন।
  • Login করা না থাকলে একটা Pop-up Box Open হবে, Continue with Facebook বাটনে ক্লিক করে আপনার Facebook অ্যাকাউন্টের মাধ্যমে Login করুন। Facebook-এ লগিন না থাকলে অবশ্যই Login করে নেবেন। ভয় নেই, শুধুমাত্র আপনার Facebook Profile Name, Photo এবং Email (যদি Add থাকে) এখানে Add হবে এবং আপনার সকল তথ্য সেইফ থাকবে।
  • Login সাকসেস হলে আবার Go to Checkout বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর Checkout পেইজ আসবে।
  • Checkout পেইজে সকল তথ্য ঠিক আছে কিনা এবং কোনো Field খালি থাকলে সেগুলোও fill-up করুন।
  • bKashRocket অথবা Nagad যেকোনো একটা সিলেক্ট করুন। নিয়মাবলি ভালকরে পড়ে Payment কমপ্লিট করুন।
  • কোর্সটি কেনার আগে অবশ্যই আমাদের Refund/Return Policy ভালকরে পড়ে নেবেন। তারপর I have read and agree… এই লেখার বামে চেকবক্সে টিক দিয়ে Place order বাটনে ক্লিক করুন।
  • সাধারনত কোর্সটি কেনার ১০ মিনিটের মধ্যে আমরা Approve করে দিই। তবে কারণবসত সর্বোচ্চ ৭ ঘন্টা সময় লাগতে পারে। সমস্যা হলে অবশ্যই মেসেজ করে জানাবেন।

ওয়ার্ডপ্রেসের কাজ করে মাসে কত টাকা আয় করতে পারবো?

আপনি ওয়ার্ডপ্রেসের কাজ করে মাসে কতটাকা আয় করতে পারবেন সেটা সম্পুর্ণ নির্ভর করছে আপনার অভিজ্ঞতার উপর, আপনি নিজেকে কতটুকু সফল করতে পেরেছেন তার উপর। ধরেন আপনি যদি একটু আধটু কাজ পারেন সেক্ষেত্রে আপনি হয়তো মাসে ১০-২০ হাজার টাকা আয় করতে পারবেন। আবার যদি বেশি বেশি কাজ নিয়ে অন্যদের দিয়ে করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তো আরো বেশি আয় হবে। আবার আপনি যদি ভাল এক্সপার্ট হন তাহলে মাসে ১ লাখ টাকাও আয় করতে পারেন আবার ধরেন আপনি যদি কিছু থিম, প্লাগিন বানিয়ে অনলাইনে সেল করতে পারেন কিংবা একটা প্রতিষ্টান খোলেন সেক্ষেত্রে আপনার আয় মাসে লাখ লাখ টাকা কিংবা কোটি টাকাও হতে পারে অবাক হওয়ার কিছু নেই।

এই কোর্সটি করে যে কাজ পাব তার গ্যারান্টি কী?

আপনি শুধু এই কোর্সটি করে না আপনি যেকোনো কোর্স করেই কাজ পেতে পারেন তবে শর্ত হল কাজটা আপনার আগে ভালোকরে আয়ত্ব করতে হবে। এই কোর্সের ভিতরে সব বলা আছে আপনি কী কী উপায় অবলম্বন করে খুব সহজে কাজ পেতে পারেন। আপনাকে যেন মাসের পর মাস অপেক্ষা করে থাকতে নাহয় সেজন্য যত সিক্রেট ওয়ে আছে সব শেখানো হয়েছে।

WordPress কী?

WordPress খুবি পোপুলার একটা CMS বা Web Application বলতে পারেন যেটা দিয়ে পৃথিবীর ৪০% এর বেশি ওয়েবসাইট চলছে। এজন্য এই সেকটরে প্রচুর কাজ আছে। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে ক্লায়েন্টের সাইটকে ডেমো সাইটের মত করে দেয়া, থিম-প্লাগিন ইনস্টল করে দেয়া, পেইজ বিল্ড করা-ডিজাইন করা, বিভিন্ন ধরণের থিম-প্লাগিন কাস্টোমাইজ করে দেয়া, যেহেতু আপনার কোডিং নলেজ থাকবে সেহেতু ক্লায়েন্টের সাইটের অপ্রয়োজনীও ফিচারগুলো রিমুভ করে দেয়া; লাগলে নতুন ফিচার তৈরী করে দেয়া, ওয়েবসাইটের স্পিড বাড়ানো, সিকুরিটি বাড়ানো এই ধরণের হাজারো রকমের কাজ আছে যেগুলো করে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন।
Show More

Student Ratings & Reviews

5.0
Total 1 Rating
5
1 Rating
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
Tasfiq Laabu
2 years ago
Best For Wordpress

Course Content

2. HTML Template to Theme Conversion

4. Personal or Portfolio Website

5. E-commerce Website

6. Domain, Hosting and Migration

7. Frameworks

8. Freelancing

9. Newspaper Website like ProthomAlo
Coming soon...

97+ Hours251 Lessons